05 Jul

Domain কি?

একটি ওয়েবসাইট এর সকল ফাইল একটি সার্ভার (কম্পিউটার) এ থাকে। প্রত্যেক সার্ভার এর একটি নির্দিষ্ট IP Address (Internet Protocol Address) থাকে এই আইপি অ্যাড্রেস টি হচ্ছে একটি ডোমেইন, আইপি অ্যাড্রেস ব্রাউজার এ লেখা খুব বিরক্তিকর এজন্য লেটার লিখে ডোমেইন সার্চ করতে হয়। যার মাধ্যমে ঐ সার্ভারকে ইন্টারনেট এ খুঁজে পাওয়া যায়। যেমন আমাদের ওয়েবসাইট এর সার্ভার এর IP Address হতে পারেঃ 170.198.168.212 কিন্তু এভাবে তো আর সব ওয়েবসাইট এর IP Address মনে রাখা সম্ভব না। এই সমস্যা দূর করে দেয় Domain । একটা Domain এর জন্য IP Address সেট করা থাকে। ফলে সেই Domain লোড করলে ঐ ওয়েবসাইট লোড হয়। powerwebit.com এটা হচ্ছে আমাদের সাইট এর Domain । এটা লোড করলেই আমাদের ওয়েবসাইট লোড হবে। প্রত্যেকটি Domain প্রধানত ২টি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে Domain Name এবং আরেকটি Domain Suffix । powerwebit.com এই ডোমেইন এর powerwebit হচ্ছে Domain Name এবং .com হচ্ছে Domain Suffix ।Domain Name এ সর্বনিম্ন ৩ টি অক্ষর থাকতে হবে আর সর্বোচ্চ ৬৩ টি অক্ষর থাকতে পারবে। শুধু ইংরেজি অক্ষর, ০-৯ পর্যন্ত সংখ্যা আর “-” (Hyphen) Domain Name এর ভিতর ব্যাবহার করা যাবে।একটি ওয়েবসাইট এ বেশ কিছু অংশ থাকে । যেমন; http://www.powerwebit.com একটি ডোমেইন নেম । এখানে, “http://” অংশটুকু হচ্ছে প্রোটোকল, “www.” হচ্ছে Hostname, “powerwebit” হচ্ছে প্রতিষ্ঠানের নাম/ডোমেইন নেম/2nd Level Domain এবং “.com” অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন । অর্থাৎ একটি সাইটের গঠনঃ প্রোটোকল//:ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন ।বিশ্বের প্রথম Domain হচ্ছে symbolics.com । এটা Massachusetts computer company রেজিস্টার করেছিল Symbolics দ্বারা মার্চ ১৫, ১৯৮৫ সালে।

একটি টপ লেভেল ডোমেইনের দাম ১ বছরের জন্য 1000 টাকা।
আমাদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং নিতে চাইলে যোগাযোগ করতে পারেন:
Phone Number: 01727161677,
Email: info@powerwebit.com
https://powerwebit.com/pricing/

Leave a reply